কোজাগরী লক্ষ্মীর প্রতি
- পরিমল বর্মণ | Parimal Barman ২৬-০৪-২০২৪

ওগো মা লক্ষ্মীএসো আমার ঘরে
পেতেছি আসন আমি, নয় সিংহাসন…|
যদি হয় তোমার একটু অনুগ্রহ
অপেক্ষায় বসে আছি সর্বক্ষণ …||

গঙ্গাজল নেইগো, আছে নোনাজল চোখের
তাই দিয়ে ধুয়ে দিবো, ধুলো তোমার পায়ের…|
গামছা একটি আছে আমার, নেই নামাবলি
তাই দিয়ে মুছে দিবো, তোমার রাঙা চরণদুটি…||

চিনি,বাতাসা আর একটু নকুলদানা
আজ করেছি জোগাড়, তোমার জন্য…|L
দামি মিষ্টি, সন্দেশ পারিনি করতে সংগ্রহ,
প্রার্থনা আমার মাগো, তুমি হও প্রসন্ন…||

একটি কথা সর্বদা জানতে চাই মাগো
করো না কিছু মনে ,করি একটা প্রশ্ন?…|
তুমি ধনীদের ঘর করো, ধন দৌলতে পূর্ণ
গরিবের ঘর কেনো মা, সর্বদা রাখো শূন্য?…||

আমি তো দেখি,ছিন্ন বস্ত্র,পায় না যারা অন্ন
ধনীদের ধন বেড়ে যায়, বিত্তশালীদের বিত্ত…|
তুমিই পারবে,ক্ষুধা মিটাতে তোমার আশীর্বাদে?
নাকি ধনীরা তোমায় পূজে, হয়ে একমন চিত্তে? ||

মাগো গরিবের পানেও একটু চেয়ো তবে
খিদের জ্বালা মিটাবার, দুবেলার একটু অন্ন…|
ছিড়া কাপড়ে যাদের লজ্জা না হয় নিবারণ
তাদের করো আশীর্বাদ, পায় যেন তারা বস্ত্র…||

মাগো তোমার কাছে, রইলো আমার পার্থনা
সবাই কে ধন্য করো, তোমার আশীর্বাদে…|
সবাই যেন থাকে একটু সুখে, একটু আনন্দে
পরনের-মোটা কাপড়, আর পেট- দুধে ভাতে…||

মনের কিছু কথা তোমায়, করলাম ব্যাক্ত
তাই বলে তুমি মা লক্ষ্মী, হয়ো নাকো ক্ষুন্ন…|
প্রণাম রইলো তোমার ওই রাঙা চরণে
আশীর্বাদ করো, সবাই থাকবে সুখে শান্তিতে…||
(23-10-2018)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।