দশেরা বিষন্ন
- পরিমল বর্মণ | Parimal Barman ২৬-০৪-২০২৪

নিজ গতিতে ছুটছে তখন লাইনে
অমৃতসর - হাওড়া এক্সপ্রেস…|
কিছু বুঝার আগেই ট্রেনটি
60টি প্রাণ করলো নিঃশেষ…||

দশেরার দহনে পুড়ল রাবন
বিনাশ হলো সমাজের মন্দ…|
60টি তরতাজা প্রাণ গেলো
নিয়তি আজ একি খেলা করলো?…||

শুয়ে আছে যারা হাসপাতালে
দ্রুত আরোগ্যের করি কামনা…|
নিহতের পরিবারের জন্য আজ
ভাষা নেই দেওয়ার মতো সান্তনা…||

যারা হারালো স্বজন আজ
বাবা,মা কেউবা - ছেলে,মেয়ে…|
দুঃখের চোখে অশ্রু ঝড়ে আজ
নদী যায় রেললাইনে, রক্তের ধারা বেঁয়ে…||

দোষটা কার?আমার না তোমার?
জনগণের? নাকি নেতা মন্ত্রীর?...|
রেলের কর্তারা দায় যায় এড়িয়ে
প্রশাসন মুখ করে আছে গম্ভীর…||

নেতামন্ত্রী, বিদ্যজনেরা কিংবা প্রশাসন
দিও না ভাগ্যের কোনো দোষ…|
শিক্ষা নাও ভবিষতে যাতে আর
করতে না হয়, এই রকম আপসোস…||
(20-10-2018)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।