কর্তব্য পালন
- অরুণ কারফা
কাঁদতে কাঁদতে এসেছি ধরায়
হাসতে হাসতে যেতে চাই
ভাল মন্দ যা করেছি তার
এখানেই ফল পেতে চাই।
এই নিয়ে রয়েছে অনেক বিতর্ক
কেউ বলে মৃত্যুর পরে
আবার আত্মা নেয় পুনর্জন্ম
ফল পেতে হয় তারে।
আমি বলি সেটা ঠিক কিনা ভুল
নাই বা করলেম বিচার
সঠিক কাজ মন দিয়ে করি
ফল পাব এখানেই তার।
আসল পরিচয় মানুষের হয়
কর্তব্য পালনের মাঝে
অধিকার সকলে ভোগ করতে পারে
ত্যাগ করে ক’জনা যে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।