সখি
- শিশির খান - কাব্যিকা
আমি যখন কূলে আসি
তুমি যে যাও চলে;
কেমন আছো কী খবর,
যাও না কেন বলে?
বরশি বেয়ে কাটলো বেলা
কোকিলের গানে,
কলসিতে জল ভরবে কখন
চেয়ে আমার পানে?
তপ্ত দুপুর ক্ষান্ত হলো ঐ
সূর্যটা পরলো ঢলে,
মাঝিরা সব ফিরল এবার
নাউ ভিরালো কূলে।
তোমায় আবার দেখবো কখন
দিন ফুরিয়ে গেলো
জ্যোৎস্না রাতে শিমুল তলে
আসবে কীনা বলো?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।