সুখ-স্বপ্ন
- শিশির খান - কালের পথিক

সুখের আশায় বেধেছ বাসা
স্বপ্ন দেখেছ কত?
সে স্বপ্ন পূরণের আশায়
আজো খাটো অবিরত।

ও মন, আজো তুমি অপেক্ষায়-
আছো আসবে সে সুদিন,
যেদিন হবে স্বপ্ন পূরণ
বাজবে সুখের বীণ।

সুখের তরে খেটে-খেটে
করছ জীবন ক্ষয়,
আদৌকি পারবে করতে
সে স্বপ্ন জয়?

একঘেয়ে জীবনে জমে আছে
যত বেদনা-ব্যাথা,
ভুলে সব সমানে চালাও
সুখের স্বপ্ন গাঁথা।

সারাজীবন যে সুখের স্বপ্ন
বুকে করেছ ধারন,
জেনে রেখো নিশ্চয় সে স্বপ্ন
খোদা করবেন পূরণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০১-২০১৯ ২০:০৭ মিঃ

স্বপ্ন পূরণের আশায় এখনো বাঁচি....