ভালবেসে কারো সাথে প্রণয়
- অরুণ কারফা

ভালবেসে কারো সাথে প্রণয়
করব আবার কবে
কে বলে দেবে কোথায় নিলয়
বা কি রূপ তার হবে
আর কে বলে দেবে কিই বা
তার হবে পরিধান;
সব কিছুই যার লাগবে চার পাশে
রঙহীন একপেশে বড়ই ফ্যাকাসে
পূর্নিমার রাতে পিদিমের মত ম্লান।

আবার ভাবি
ভাল না বেসে ভাল বললেই কারুকে,
মনের চাবি
সে কি আর দেবে তার বদলে আমাকে,
কি করি ভাবি
কতদিন চলেবে এ ছলনার খেলা;
মনে ক’রে একে জিতে নিয়েছি অন্যকে
অপরাহ্ণে ও সাঁঝে, নিশীথে বা প্রভাতে
আহা ভণ্ডামির কি মধুর এক লীলা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।