স্বদেশ—(অণু কাব্য)
- শিশির খান - কালের পথিক

ষড়ঋতুর এই দেশেতে
সবাই থাকি সুখে,
সুখ-দুঃখ যাই আসুক
থাকবো হাসি মুখে।

স্বদেশের আছে গাছপালা-
বাহারি নদনদী,
পাহাড় হতে ঝরনাধারা
বহে নিরবধি।

স্বদেশের মাটি হীরা-মুক্তা,
মানিক-রতন;
মায়ের মমতা জড়ানো তাতে
করি তাই যতন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-০১-২০১৯ ১৬:৫৯ মিঃ

স্বদেশ আমার হৃদয়ে আঁকা মায়ের ছবি...