যেতে হবে
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

দিনের আলো নিভে গেলো রাতের অন্ধকারে,
সুখের ঘরে পড়লো কুলুপ দুঃখগুলোর ভারে।
বসন্তে আর গাই বে না গান কোকিল কন্ঠে তার,
কুঞ্জবনে প্রেমের বাঁশি বাজবে কেন আর!

কতো আশায় বাঁধলো সে ঘর থাকবে জীবনভর,
হঠাৎ করে ভেসে গেলো রেখে বালুচর।
ঘর হারা ঐ পথিক এখন ছদ্মবেশে ঘোরে,
জীবন কেমন খোঁজে ফেরে এ ভব সংসারে!

চন্দন যেমন বিলিয়ে দেয় সুগন্ধ সেই বনে,
সোনার সংসার গড়বে বলে ভাবনা ছিলো মনে!
বুকের ভেতর জোয়ার ছিল সাঁতরিয়ে দেয় পাড়ি,
তীরে এসে ডুবে গেলো তরী খানা তারি।

ভেবে ভেবে পায় না সে কূল কেন এ সংসারে?
ঘুমের ঘোরে স্বপ্নে দেখে প্রিয়া ডাকে তারে!
খেলার মাঠে খেলা শেষে যেতে হবে ঘরে,
যেথা থেকে আসছি মোরা সেথা যাবো ফিরে।

তাং- ২১/০১/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।