সহস্রবর্ষীয় ষোড়শী
- শিশির খান - কালের পথিক

শুনেছি ষোল বছর বয়সে
মেয়েদের সৌন্দর্য্য নাকি
সব সীমা পাড় করে?
পাহাড়ি ঝর্ণার মতো
রূপ-লাবণ্যের স্রোতধারা
প্রবাহিত হয় তার অঙ্গে-অঙ্গে!
শিশির শিক্ত গোলাপের মতো
মোহনীয় রূপ ফুটে উঠে এ বয়সে!

প্রিয়তমা,
তুমি যদি শতবর্ষী হও
অথবা সহস্রবর্ষী হও
তবুও আমার কাছে সেই তখনও
রূপ সাগরের উত্তাল যৌবন শিক্ত
সেই ষোড়শীই হয়ে রবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-০১-২০১৯ ২২:২৩ মিঃ

প্রিয়তমার সৌন্দর্য্য তার চেহারায় থাকে না, থাকে প্রিয়তমর হৃদয়ে।