আলো ছায়ার মাঝামাঝি
- হাসান আল মাহদী ২০-০৪-২০২৪

ফিরে দ্যাখো পিছু পানে একবার
দ্যাখবে দাড়িয়ে আছি,
হাত বাড়িয়ে দিও অদৃষ্টে বুঝতে পারবে
আছি তোমার কাছাকাছি।

আলো ছায়ার মাঝামাঝি রয়েছে তুমি
সারাক্ষণ সারাবেলা,
সন্দেহের তোড়ে কবু করিও না আমায়
এতটুকু অবহেলা।

ভালোবাসার মাঝে আছে ভুল-ভ্রান্তি
থাকে শত অভিযোগ,
ভালবাসার তরে সয়ে নাও, আমি তো চাইনা
ভুগতে মনোরোগ।

ঘুমের রাজ্যে যখন তোমার দেখা পায়
মনে পুলক জাগে,
এমন মধুর সুধা কখনো অবলোকন করেনি
তোমাকে দ্যাখার আগে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।