কী উপহার দেবো বলো?
- শিশির খান - প্রণয় কাব্য

কি উপহার দেবো বলো
তোমার জন্মদিনে,
আছে কি আর আমার
ভালবাসা বিনে।

আজ এই খুশির দিনে
ব্যাথিত আমার প্রাণ,
কি দিয়ে দেবো বল
তোমার ভালবাসার প্রতিদান?

সাধ আছে সাধ্য নেই
এখন কি যে করি,
সাধ্য থাকলে পৃথিবীটাও দিতাম
তোমার আঁচলে ভরি।

ভুল বুঝনা আমায় তুমি
আমি বড় অভাগা,
তোমায় কভু দেইনি আমি
হৃদয়ে সামান্য দাগা।

প্রাণ ভরে করছি দোয়া
সুখ-শান্তি আর আনন্দে-
সহস্র বছর বেঁচে থেকো
আমাদের মাঝে সানন্দে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-০১-২০১৯ ২৩:২৪ মিঃ

কি উপহার দেবো বলো
তোমার জন্মদিনে,
আছে কি আর আমার
ভালবাসা বিনে।