সুরের জাদুতে লেখা নাম
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

সম্মান ভালোবাসায় চলে যান যিনি,
ফিরিবে না কোনোদিন পৃথিবীতে তিনি।
গায়ক, লেখক আর কতো গুনীজন,
রেখে গেলো ধরণীতে অমূল্য রতন।
নন্দন কাননে ফুল সুশোভিত করে,
বিকশিত হয়েছিল যত আঁখি ভরে।
জীবনের জয়গানে রেখে যান স্মৃতি,
মানবের মহাপ্রাণে বেঁচে রবে কীর্তি।
সার্থক জনম ভবে মানব জীবন,
স্বমহিমায় বেঁচে থাকে এই গুণীজন।
কালজয়ী সুরস্রষ্টা তুমি কিংবদন্তি,
সবার হৃদয় আজ হলো ভারাক্রান্তি।
সুরের জাদুতে যার লেখা রবে নাম,
কে বলে প্রয়াত তুমি এই ধরাধাম!

তাং- ২৪/০১/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।