আলোর ফোটা
- ফয়েজ উল্লাহ রবি
“শব্দ বোমার আঘাত কেনো লাগেনা তোর গায়”
কোন বাঁধনে বাঁধা সখি শিকল তোমার পায় ।
এতো লোকের হাই নিয়ে যে ক্যামন করে বাঁচো,
কোন মোহে কোন লোভের পরে মিছে মায়ায় নাচো ।
“সব কিছু তার’ আসলে যার থাকে যে সে চুপ,
ভাঙ্গবে যে ঘুম’ জাগবে যখন ছড়ায় আলোর ধূপ ।
তখন তুমি যাবে কোথায়; মিটবে সব আয়োজন,
ভুলে যাবে মানুষ সবাই র’বে না প্রয়োজন ।
এতো দাপট ক্ষমতার ডর সবই তখন মিছে,
চার দেয়ালের আঁধার ঘরে দেখবে শুধু পিছে ।
বুঝবে তখন ভুলের হিসেব; যা লাগে এখন ঠিক,
সময় তখন বড্ড বেনাম - খুঁজে পাবে না দিক।
দেখতে আমি চাইনা তোমায় কালো আঁধার কোঠায়,
এসো ফিরে সঠিক পথে সত্য আলোর ফোটায় !
দাম্মাম, শনিবার
১২ মাঘ ১৪২৫, ২৬ জানুয়ারি ২০১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।