জল
- পরিমল বর্মণ | Parimal Barman ২৬-০৪-২০২৪

অনুগ্রহ ,নষ্ট করোনা আমায়
আমিই, বাঁচিয়ে রাখি তোমায় |
বিনীত, করোনা আমায় রুষ্ট
হলে বিষাক্ত, তুমিই পাবে কষ্ট |

আমিই বাঁচিয়ে রাখি তোমায়
পারোনা যত্ন নিতে আমায় ?
যদি হয়ে যায় কখনো রুষ্ট
করবো তবে ডায়রিয়ায় তিক্ত |

যদি আমি না থাকি স্রোতে
সেই নদীকে মরা বলে জানে |
যদি আমি না থাকি বিশুদ্ধ
তোমরাও হবে নাতো শুদ্ধ |

যদি কখনো আমার অভাব ঘটে
লোকে তাকে খরা বলে জানে |
তবে ফসল হবে নাকো মোটে
আর না খেয়ে, মরবে সকলে |

আমার গুরুত্ব জানে সেই জনে
যার বিচরণ হয় মরুভূমিতে |
হাতে এখনও আছে সময়
অনুগ্রহ, যত্ন নাও আমায় |

যাই বলো জল ,পানি ,বা ওয়াটার
জীবন নামেও পরিচয় আমার |
আমি জল, ভালোবাসো আমায়
প্রতিদানে জীবন দিবো তোমায় |

রবিবার (27-01-2018)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।