সেই প্রেম —( অণু কাব্য)
- শিশির খান - স্মৃতিঘর
তোমার ঐ চাঁদ মুখটি দেখে
বিমোহিত মনে--
যে প্রেম সেদিন অঙ্কুরিত হয়েছিল,
বসন্ত মাখা দিনে
সেই মহেন্দ্র ক্ষণে ;
সে প্রেম আজ বিশাল প্রকাণ্ড,
রূপে শাখা-প্রশাখায় বিস্তৃত হয়েছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।