চি ঠি দি য়ে ছি !
- ফয়েজ উল্লাহ রবি
"আমি রাতের কাছে আঁধার চেয়ে
সূর্য্যের কাছে আলো চেয়ে"
-চিঠি দিয়েছি!
"আমি তো মেঘের কাছে জল চেয়ে
আকাশের কাছে নীল চেয়ে"
-চিঠি লিখেছি!
“আমি গায়কের কাছে সুর চেয়ে
তোর মনের কাছে নুর চেয়ে”
-চিঠি দিয়েছি!
“আমি পাখির কাছে ডানা চেয়ে
সুতার কাছে ঘুড়ি চেয়ে”
-চিঠি দিয়েছি!
“তুমি ভালোবাসা চেয়ে কেনো
কাছে থাকার আবদার করে”
-চিঠি দাওনি!
বুধবার ১৬ মাঘ ১৪২৫, ৩০ জানুয়ারি ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।