কিছুই শেখা হয় নি
- দন্তস্য সিফাত
কিছুই শেখা হয় নি,
অক্ষত দুঃখের ক্ষত ভরা জীবন আমার।
তোমার জন্যে মায়া করা শিখতে হয় নি,
তোমার চোখে অপলক চেয়ে থাকা শিখতে হয় নি
তোমার কষ্ট সহ্য করে সান্ত্বনার
হাসি হাসা শিখতে হয় নি,
ব্যর্থতার চাদর ছুড়ে উঠে দাঁড়ানো শিখতে হয় নি।
কিছুই শিখতে হয় নি।
দীর্ঘশ্বাসের শিকল পরে হাটা শিখতে হয় নি,
শিখতে হয় নি হতাশা নিয়ে বেঁচে থাকা।
তোমার আশায় দিন রাত বেঁচে থাকা শিখতে হয় নি,
শিখতে হয়নি রাস্তায় রাস্তায় তোমায় খোঁজা।
রিকসা আর সিএনজি তে হাসি খুশি জোড়ার প্রেম
দেখে ক্লান্ত হওয়া শিখতে হয় নি।
তোমায় ছাড়া বেঁচে থাকা শিখতে হয় নি
শিখতে হবে তোমায় ছাড়া মরে যাওয়া.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।