স্বপ্নিল অপেক্ষা
- অরুণ কারফা
মনোবীণায় আমার বাজিয়ে সুর
যেদিন কেড়েছিলে মন
স্বপ্নটা মনে হয়েছিল বাস্তব
মরুকেও চাঁপার বন।
তার সৌরভেই স্বপ্নের মাঝে
চেয়ে থাকি পথপানে
আবার কবে বাজাবে বীণা
তুমি এসে কে জানে।
যদিও জানি স্বপ্নের সাথে
বাস্তবের ফারাক আছে
তবুও মন ঘুমিয়ে থাকে
স্বপ্ন ভেঙে যায় পাছে।
তুমি না এলে চাঁপার বন
পুনরায় মরু হবে
যদিও ভালবাসার তরঙ্গ
ভূগর্ভে প্রবাহিত হবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।