নতুন দিন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - মামুন ২০-০৪-২০২৪

নতুন দিন
___________
এবং আমি আবার জেগে উঠবো
ঘুমিয়ে যাওয়া সেসব মাটি হতে।
ঘুমিয়ে থাকা সব ভাবনা হতে।
অতঃপর সকালে সূর্য যেমন জাগ্রত হয়।


সকল অন্ধকার দূর করে ।
মরুভূমির বুকে যেমন ক্যাকটাস জাগে ।
সাহসী বুকে এক বিন্দু জল নিয়ে ।
তেমনি জেগে উঠবো একদিন ।


আসবেই একদিন নতুন দিন ।
আসবে আমাদের নতুন ভাবনারা।
যখন বন্ধ দরজা খুলে যাবে
নতুন আলো ঘরে আসবে ।


শীতল বাতাস হবে প্রবাহিত ।
তখন আবার জেগে উঠবো মোরা
পৃথিবীর বুকে নতুন বার্তা নিয়ে ।
পুরানো কে বিদায়ের ঘন্টা শুনিয়ে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।