অলসতার খনি
- ফয়েজ উল্লাহ রবি
আজকে যারা ঘুমেই আছে
দেখছেনা সব ভুল,
জাগবে যখন দেখবে তখন
হারাইছে সব কূল!
কূল হারিয়ে কাঁদবে বসে
আঁধার নিয়ে চোখে,
"থাকতে সময় হেলায়-ফেলায়"
আফসোস থাক বুকে!
বুকে নিয়ে দুঃখের পাহাড়
দিচ্ছে জীবন পাড়ি,
সুখের থাকার অভিনয়ে
আমরা কি আর পারি!
বাড়ী তাহার "ব" দ্বীপেতে
বঙ্গ নামেই চিনি,
নামেই তিনি "মহান মানুষ"
অলসতার খনি!
২১ মাঘ ১৪২৫, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।