জীবন খুঁজিতে চাই
- প্রবীর রায়

জীবনটা আজ ঠাট্টার খেলা কতনা তার কৌশল
জীত যে চাই সব মানুষই অস্ত্র বীরত্ব-এর বল
সব কিছুতেই হিংস্র হানা মানুষ হল রাক্ষস
আগ জ্বালাতে এগিয়ে আসে অগ্নিদগ্ধ রোষ
কণ্ঠে আজ স্তব্ধ বাক হস্তে শিকল বাঁধন
ভয় নামক কাপুরুষটা ঘিরেছে আচ্ছাদন
করবোনা আর প্রতিবাদ- লড়বোনা কারোর জন্য
সকলেই চাই সকল কিছু হইতে মান্যগণ্য
লড়বে একজন-লুটবে একজন আজব এ শ্লোগান
হাত কাঁটা সব কালা-বোবা,অন্ধতাই মূলধন
লজ্জা লাগে বলতে আমায় আমি দেশের শিশু
চাইনা এই জীবন আমি খুঁজবো নতুন যীশু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।