বোধোদয়
- দন্তস্য সিফাত

গরীবের বুকের পাঁজর দিয়ে তৈরি হয় লোভীর প্রাসাদ, আকাশ চুম্বি লোভ লালসা।।
চাপা পড়ে থাকে অধিকার।
একসময়, লোভের পতন হয়, প্রাসাদ ধ্বংস হয়, সেই পাঁজরেই সব দম্ভ ধসে পড়ে।
ভাঙ্গা প্রাসাদে মানুষ চাপা পড়ে না, পড়ে আমাদের বিবেক, মনুষ্যত্ব।।
মৃত্যু হয় গরীবের, এ যেন মুক্তি। মুক্তি সব অন্যায়,অবিচার, জুলুমের।
তারা একে একে মুক্ত হয়ে চলে যায়, আর আমাদের বেঁধে রাখে বিবেকের কাঠগড়ায়।
তারা নিশ্চয়ই এখন ভাল থাকবে, কেন নয় ? এই নির্মম পৃথিবীর চেয়ে পরকাল অবশ্যই কম কষ্টের।
ভাঙ্গা প্রাসাদ খুঁড়ে বের করা হয়, কথিত লাশ।
এরা তো মৃত নয়, নিঃশব্দে বলে দেয় তাদের শোষণের গল্প,কান্নার গল্প, অন্ধকারে মৃত্যুর জন্যে অপেক্ষা করার গল্প। তাদের এই মরন আমাদের জীবিত করে, জীবিত করে আমাদের ভেতরের মানুষটাকে।
"লোভের পতন হয়,গরীবের মৃত্যু হয়, আর আমাদের হয় বোধোদয় !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০১-২০১৫ ১৮:২৭ মিঃ

fine