জাদুকরী বান
- রফিকুল ইসলাম রফিক
এতো কিছু লিখেও কলম আনকোরা সে
কিচ্ছি লেখেনি।
যা দেখেছে চক্ষুযুগল মোহমায়ায় হয় মনে সে
কিচ্ছু দেখেনি
কারন
জাদুকরের মোহমায়ার জাদুকরী বান
জোয়ার হয়ে ভাসিয়ে নিলো সকল উজান।
নাট্যশালায় মেজিশিয়ান খেললো অভিনব
নীরব সব মুখের ভাষা কেবল অনুভব
হতভম্ব হয়েই সব বদনগুলো চুপ
কর্ণগুলো নিষ্প্রভ বন্ধ করা কূপ।
০৩/০১/২০১৯.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।