ওরা আছে ওরা নেই
- রফিকুল ইসলাম রফিক

ওরা আছে তাই দিনগুলো দিনের মতোন
রাতগুলো পরিপাটি মোলায়েন জোসনায় ধোয়া
পৃথিবীতে বহমান স্রোতস্বিনী উত্তাল নদী
বুকে তাই অসীম সাহস।

আবার চলছে খেলা -উড়ছে উল্টো নিশান
ওরা আছে বলে দিনগুলো স্যাঁতসেতে কাদা
রাতগুলো চাঁদহীন
অসহনশীন বিষময় কাঁটার আঘাত।
কারন ওরা আছে ওদের বৈশিষ্ট্য ছাড়া
ওরা নেই ওদের ভেতর।

ভাবছো এ কোন্ পাগলের প্রলাপ
ওরা আছে, ওরা নেই।
০৪/০২/২০১৮.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।