থাকো পাশাপাশি
- হাসান আল মাহদী ২৭-০৪-২০২৪

ওগো প্রেয়সী!
এই হিয়ার মাঝে থাকো তুমি বসে
সাজিয়ে আসন,
তুমি ছাড়া শূন্য এই রাজ্য আমার
ছিন্ন করো না এই মায়ার বাধন।

ভেবে দেখো একবার কল্পনার জগতে
পাশাপাশি আছি বসে,
তুমি আছো পিছন ফিরে লজ্জায় লাল
চোখ বুজে আবেশে।

কত না বলা কথা বলে যায় দুজনে
যেন কথার ফুলজুরি,
এভাবে নিরবে কখন যে তুমি মোর
মন করেছো চুরি।

শুধু ইচ্ছে জাগে মোর,সারাক্ষণ চেয়ে থাকি
তোমার ঐ বদনখানি,
তৃষ্ণার্ত এই হৃদয় সজীবতা ফিরে পায়
যেন শুকনো মরুভূমিতে কোমল পানি।

ওগো! এভাবেই থাকো বসে সারাজীবন
আমার পাশে,
তোমায় নিয়ে গরবো প্রেমের তাজমহল
একান্ত ভালবেসে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।