ঘুমভাঙার গান
- অরুণ কারফা

এতদিন ওরা ঘুমিয়েছিল বলে
ছলে বলে আর নানা কৌশলে
এরা জেগেছিল সুখে,
একবার ওরা উঠলে জেগে
কি জুটবে এদের মুখে?

ধমক দিয়ে ভুল বুঝিয়ে
অথবা ধর্মের পাঠ পড়িয়ে
এরা করেছে শোষণ,
ওরা যদি তাই জেগে ওঠে ভাই
কে করবে এদের তোষণ?

ওদের সঙ্গে এদের বিশ্বে
পার্থক্য বিত্তের অসামঞ্জস্যে
আর অবশ্যই অভাব জ্ঞানের,
এরা নেয় তার পূর্ণ সুযোগ
পরতে পরতে শোষণের।

তাই, অজ্ঞানের মেঘ কাটলে
আর সূর্য উঠলে রোদ ঝলমলে
ওদের ভাঙবেই ঘুম,
এদের তখন ভাগ্যের গগন
আঁধারে ডুববে নিঝুম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।