গ্রহণ শেষে ঊষা
- শিশির খান - কালের পথিক ২৫-০৪-২০২৪

হৃদয়ের সব রং আজ
সেজেছে ধূসর সাজ,
জীবনের প্রচণ্ড চাপে
স্বপ্নের ভীত কাঁপে।
চারিদিকে অন্ধকার মাঝে
চাপা কান্নার সুর বাজে,
স্বপ্নের পাখিরা উড়ছে না
ভেঙ্গে গেছে বুঝি ডানা;
আশার প্রদীপ নিভু-নিভু
এমন আগে হয়নি কভু।
কেউ নেই আজ আপন
একা-একাই দিন যাপন।
হঠাৎ মনে উদয় হলো
গ্রহণ শেষে ঊষার আলো,
আসলে আমি নই একা
আমার সাথে আছেন খোদা;
চাইনাকো কিছু আর ---
ও মালিক জানি তুমি আমার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

SHISHIR_KHAN
০৯-০২-২০১৯ ২০:১৮ মিঃ

যখন সব আশা শেষ হয়ে যায় তখনই মহান আল্লাহর রহমতের দরজা আমাদের চোখে পরে।