আয়, ফিরে আয়
- অনির্বাণ মিত্র চৌধুরী
তোর গন্ধ আজও নাকে লেগে আছে আমার
তোর চোখের ভাষা আমি এখনও বুঝি।
তোর মিষ্টি হাসিটা আজও স্মৃতিতে সমুজ্জ্বল
লোকারণ্যে আজও আমি তোকেই খুঁজি।
মেয়ে, তুইও কি খুঁজিস আমায় এমনই করে
চাপা উন্মাদনা হৃদয়ে আড়াল করে?
এখনো কি ভাবিস আমার কথা আপন মনে
একাকি বসে শুন্য কোন ঘরে?
আয় না রে মেয়ে, আবার খেলি প্রেম প্রেম সেই খেলা
যে খেলায় একদা মগ্ন ছিলাম সকাল-দুপুর-সন্ধ্যে বেলা।
ফুসফুসের গ্রন্থিতে গ্রন্থিতে ছিল তোরই নি:শ্বাস
এ মনের গোপন ঘরে ছিল তোর নিত্য বসবাস।
দে না রে মেয়ে, আমায় শেষবারের মত একটি সুযোগ
শুধরে নেব নিজেকে, ভুলগুলো সব করবো বিয়োগ।
ভুলে যাবো সব পুরনো কথা, পুরনো বদভ্যাস
নিজেকে আমি পাল্টে নেবো ঠিক তুই যেমনটি চাস।
আয় না রে মেয়ে, পুরনো সব অভিমান ভুলে
প্রেমের বৃষ্টি নামবো আবার তুই আর আমি মিলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।