জীবন-গাড়ী
- ফয়েজ উল্লাহ রবি

তোমার মনের রেলগাড়িটা
থামে কোথায় কোন খানে,
যাত্রী সবাই উঠে নামে
ভুল করে কেউ ভুল যানে!

চলার পথে জীবন রথে
থামবে যখন যান,
সাঙ্গ হবে রঙ্গের খেলা
যাবে চলে প্রাণ!

হাজার স্বপ্ন লাখো ইচ্ছে
হয়ে যাবে ম্লান,
অনিয়মেই যাবে চলে
জীবনটা খান-খান!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।