ঠিক-বেঠিক
- ফয়েজ উল্লাহ রবি
ভাবো যদি ভুল করোনি কভু তুমি এক চুল,
এটাই বিশাল মিথ্যে হবে এক মস্ত বড় ভুল ।
যেমন তুমি ভুল করেছ তেমন আমিও ভুল,
দু'জন যখন এক নৌকাতে খুঁজে পাবোই কূল ।
যদি আমি পথ হারাই কভু কোনো ভুলে,
দেখিয়ে দিও ঠিকটাই বুকে নিয়ো তুলে ।
যেই আলোতে তুমি হাসো সেই আঁধারে আমি,
আছি আমি বলেই তুমি এতোটা যে দামী।
যখন আমি হাসি মুখে তোমার চোখে সুখ,
কান্না আমার মনের ঘরে দুঃখে ভরে বুক ।
তোমার পায়ের চিহ্ন গুলো দেখায় আমায় পথ,
ভুল ছেড়ে আজ সঠিক পথে চলুক জীবন রথ ।
২৮ মাঘ ১৪২৫, ১০ ফেব্রুয়ারি ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।