অশুভ ছায়া
- তানজির উদ্দিন

তারপরেও বসে আছি অনাগত কালের পথ চেয়ে
ভাস্বরে শোভিত হবে বলে চিত্‍কার এবং হাহাকার
পুনরুত্‍পাদনের আলিঙ্গণ এখন অস্থিরেই কাঁপে ঘরে ।
জড়িয়ে ধরে পা । মৃদ্যু মৃদ্যু কম্পনে যা দুলছে
অনাগতকালেও কেউ আসলে না পুনরুত্‍পাদনের আর্শীবাদ
ও আর্শীবাদ নূতন গান জানে না বলেই বাক্য অপচয়
ঘরের সিংহী শাবক ঘুমিয়ে পড়েছে এখন ।
এখন রাত্রি গভীর । গভীর ।

কম্পনে বারুদময় দ্ব্যার্ত বাণী হুঙ্কার ছেড়ে
এখন ধেয়ে চলে কোথায় যেন তার প্রেয়সীর খোঁজে
না এ নয় । কালের অন্তিম পথযাত্রীরা হেথায়
আলোকহীন ধোয়াসা প্রাঙ্গণে চলে আসে একা একা
ছিন্ন বস্ত্রাবরণ নূতন করে সাজাবে মনে করে
কিন্তু দৃষ্টি এড়িয়ে গেল বিভীষিকাময় লাশের প্রতিমূর্তি ।

.
.
অশুভ ছায়া ২ (২)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।