পঙ্কজসম
- অরুণ কারফা

বসে আছি একরাশ আশা নিয়ে আমি
কত বছর ধরে
বুঝতে পারিনি প্রবেশ করেছ
কখন তুমি অন্তরে।

মিশে গেছ আমার স্বত্বার সাথে
এমনই তোমার গুণ
আম্র কুঞ্জের পত্রের মাঝে
যেমন ফোটে প্রসূন।

এখন শুধুই সময়ের অপেক্ষা
কখন ধরবে ফল
আমার চরিত্রে প্রতিভাত হবে
পঙ্কে যেন শতদল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।