অশুভ ছায়া2
- তানজির উদ্দিন
অভাবনীয় সংলাপ এবং হঠাত্ বিলাপের অভ্যন্তরে
ওরা এখন চিত্কার করে চলে সেই প্রভাতের পথে
কহে ওহে ফিরে দে তোর আঙ্গিনার কুসুমি রজনী ।
তারপর ফিরে আসে চিত্কার ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে
যেন বাঁজখাই শ্লোলাগেন প্লাটুন ছিটকে পড়ল দূরে
অসম্ভাবী হস্তাক্ষরের রক্তের বন্যায় স্নান করা ।
চলতে থাকুক সে সব সংলাপ এবং চুপিচুপি সভা
অলিগলিতে সভার আনাগোনা চলছে দিবারাত্র
কেহ ফিসফিসিয়ে বলে ওরা হয়ত পালিয়েছে
এবার চলো ফিরে যাওয়া যাক ঘরের প্রাঙ্গণে ।
সহসা প্রলয় আসে সমুদ্দরের উত্তাল জলরাণী ক্ষ্যাপা
ও পড়ন্ত জলকন্যার অমৃত রূপ মন মাতায়ে মারে
হৃদয়ে এবং হৃদয়ের গহীন থেকে ।
.
.
অশুভ ছায়া ২(১)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।