ঋণাত্নকতা
- তানজির উদ্দিন
ঘরেও শহীদ বাহিরেও শহীদ অর্থ্যাত্ রক্তে প্লাবিত
আর রক্তে হাবুডুবু খেয়ে তখন পথে নামল প্লাবিতা
মুঠো বন্দি করে রক্ত পিশাচের মৃত্যু ফরমান ।
অনেক দিবসের আলোতে হয়েছে খুন
একেকটির অপরাধ পথের দিকে চেয়ে
তারপর ধুলি জলে মাটিতে মিশে শেষে
শূন্য হয়ে গেল সব ।
রাত অনেকদিন পরে আসবে বলে ঘরে
দ্যোতিত হলে অজাত জন্মার ঘরের পরে
রংহীন রঙালে মন । রংহীন রঙালে লালে
রক্তলালে ভাষা পাইলে যাবনিকাপাতের ক্ষণে ।
.
.ঋণাত্নকতা ।
.
.
মনঃঘরের শূন্য কোঠরে
মনঃরূপের শূন্য লহরে
হেলায় গেলা পথিক অজাত দিনের দুয়ারে
হেলায় গেলা পথিক দোরহীন ও ঘরের পরে ।
দিন না থাকিতেই সূর্য পিয়াসী
রঙাইলে মন তুই ওরে হাসি হাসি
হাসির রঙে তোর প্রাণ যায় রে
রঙের খেলায় তোর প্রাণ যায় রে ।
হেথায় নাহি রঙের জোয়ারে অশ্রুজলের দিন রাতি
হেথায় নাহি মনের ও ঘরে বেদনার দিন রাত্রি
হেথায় করে সারা জনম কে অশ্র লইয়া মাতা মাতি
এথায় বসি পথিক কাঁন্দিয়া লইছে বিদায় মালা গাঁথি
ও রঙের দুয়ারে । পথিক ও রঙের দুয়ারে ।
বরণ দিনের সুর গেল কোথায় হারায়ে
এবার মহাদিনের ক্ষণিক লহরে যায় রে
বরণ দিনের বরণ ডালা কোথায় হারায়ে
এবার সুরহীন মাতিয়া উত্সবে উত্সবে রে ।
মনঃঘরের খিল নাহি
অজাত দিনের সুর নাহি
ও রূপ নাহি এ পথিকের ঘর দুয়ারে ঘর দুয়ারে
বিদায় কাঁদনে রূপ নাহি
মনঃমন্দিরে পুজো নাহি
দগ্ধক্ষণের যোবন নাহি নাহি যোবন মনঃদুয়ারে ।
ও মন যোবন রূপ ভিক্ষায়
এবার হারায় সব হারায় ।
হারায়. . . . . . . .
.
.
.
.
.
মনঃহারা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।