ঘোলা জনলে মাছ (হাইকু)
- অরুণ কারফা
ঘোলা জনলে মাছ (হাইকু)
ঘোলা জলে মাছ
ধরে রাজনৈতিক নেতা
কাঁদে জনগণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
২৭-০৬-২০১৩ ২০:৫৪ মিঃ
কিন্তু আমার জানা মতে ঋতু বিবেচ্য বিষয় নয় এবং ১৭টি স্বর নিয় একাধিক স্তবক হবে এক ই সাথে একটু আলোচনাধর্মী হবে । হাইকুর সবচেয়ে নজর কাড়া দিক হল আলোচনাধর্মীতা । দেখবেন বিষয়টি
২৭-০৬-২০১৩ ১১:০৯ মিঃ
হাইকুতে ১৭টা স্বর ৫+৭+৫ ধারায় চলবে, আর অন্ততঃ একটা শব্দ বা শব্দমালা কোন একটা ঋতুকে ঈঙ্গিত করবে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।