শোন
- হাসান আল মাহদী ২৬-০৪-২০২৪

শোন! শোন! অবুঝ বালক!
হৃদয়ে কী পড়ছে চোট!?
নাকি গভীর ক্ষতের তীব্র ব্যথায় কাতর
নড়ছে না তোমার ঠোঁট!!?

জানি তুমি অপরাধী শুধু ই অপরাধী
বুঝবেনা কেউ তোমায়,
এই ধরায় ভালবাসার নেই কোন দাম
বিনা কারণে সবাই অশ্রু ঝড়ায়।

যাকে তোমার হৃদয় এতো আপন ভাবে
তাকে কখনো কি কাছে পাবে?
ভালোবাসার এই কবিতা শুনে বলো
সে কি সাড়া দিবে??

আমার কবিতা সর্বক্ষন এই চিরসত্য
অমূল্য এই কথাই বলে,
শুধু ভেবে ভেবে কি লাভ বলো
আবেগ দিয়ে কি জীবন চলে??

একাকী এসেছ তুমি মাতৃগর্ব থেকে
একাই ফিরবে মাটির নিচে,
বৃথা সময় কেন করো অপচয় বুঝবে না কভু
কোনো পড়ে আছ মিথ্যে মায়ার পিছে!!?

দেখো দেখো দিচ্ছে ডাক ঐ দিগন্তের সীমানা থেকে আলোর মশাল হাতে,
চলো চলো এগিয়ে যায় সম্মুখপানে মাথা উঁচিয়ে
সত্য ও ন্যায়ের পথে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।