আমি মূল্যহীন মানুষ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি মূল্যহীন মানুষ
আমায় ভালবাসতে চেয়ে
দিও না লজ্জা,
আমায় ভালবাসলে
উড়বে না তোমার ভালবাসার ধ্বজা।

আমি মূল্যহীন মানুষ
নেই অঢেল অর্থ,
আমায় ভালবাসলে
পূর্ণতা পাবে না তোমার কোন শর্ত।

আমি মূল্যহীন মানুষ
আছে টাকা-বিহীন যশ- খ্যাতি,
তা দিয়ে মিটবে কি
তোমার প্রেম প্রীতি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।