বোকা প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি জানি এক দিন ভুলে যাবে আমায় করবে না কখনো আমার খোঁজ,
আমি হয়তো পাগলের বেশে
পুরো যশোহর খুঁজবো তোমায় রোজ।

আমি জানি কেউ নই আমি তোমার
তবুও মনে হয়
তুমি যেন এ ধরায় সৃষ্টি
থেকে আমার।

আমি জানি আমি নেই তোমার মনে
তবুও তোমায় ভাবি
প্রতি ক্ষণে ক্ষণে।

আমি জানি আমি হবো না তোমার কোনদিন,
তবুও তোমার জন্য
এ পাগল মন বাজায় প্রেমের বীণ।


আমি জানি তুমি হবে অপরের ধরণী
তবুও তোমায় করতে চাই মম ঘরণী,
আমি বোকা
তাই জেনে শুনে তোমাকে পাবার আশে
দিচ্ছি মন কে ধোকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০৪-০৩-২০১৯ ১৩:১৩ মিঃ

তাই!

০৩-০৩-২০১৯ ১৬:৫০ মিঃ

খুবই ভালো

০২-০৩-২০১৯ ২০:১৬ মিঃ

আমি জানি এক দিন ভুলে যাবে আমায় করবে না কখনো আমার খোঁজ,
আমি হয়তো পাগলের বেশে
পুরো যশোহর খুঁজবো তোমায় রোজ।