ভাই হারানোর যন্ত্রণা
- হোসাইন মুহম্মদ কবির
তোরে ছাড়া শূন্য জীবন
আঁধার ঘেরা আমার ভুবন,
গভীর রাতে একলা যখন
তোরই জন্যে কাঁদে নয়ন।
তোর মত আর মিষ্টি সুরে
কেও ডাকে না আপু বলে,
অজানা কোন অভিমানে
না বলে তুই গেলি চলে।
ভাই হারানোর কি যন্ত্রণা
আমি ছাড়া কেও বুঝে না,
আমার মাঝে শোকের ছায়া
কখনো কেও খুঁজবে না।
যখন তখন আপু বলে
বায়না এখন কেও ধরে না,
কেমনে থাকিস দূরে সরে
মনে কভু তোর পড়ে না?
স্বপ্নে এসে দিসরে দেখা
বলিস রে তোর ইচ্ছের কথা,
কেমন আছিস স্বর্গপুরে
ওখানে কেও দেয় কী ব্যথা?
কত স্বপ্ন ছিলো মনে
বলতি সবই আমার কাছে,
যমদূত এসে প্রাণটা নিলো
স্বপ্ন হলো পণ্ড মিছে।
ভাই টা আমার ধার্মিক ছিলো
পড়ত নামাজ ফরজ সুন্নত,
খোদার কাছে এই মিনতি
কইরো ক্ষমা দিয়ো জান্নাত।
০২/০৩/১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।