পৌষ
- হৃদয় পান্ডে
কুয়াসায় ভরা বিকেল,
আবির মাখা আকাশ।
উত্তরমুখী কোমল হীমের বাতাস।
অতিথি পাখির সমাগম,
কতোনা বুনো হাসঁ।
পাতা ঝরা উলঙ্গ গাছ,
নদীর তীরে-
কাশ ফুলের কোমর দোলানো নাচ।
গৃহমুখী শঙ্খচিলের ঝাক।
মাঠে মাঠে শোভা পেয়েছে হলদে ঘাস।
শিউলি ফুলের প্রচ্ছন্ন সুবাস।
এইকি পৌষের আভাষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।