অজান্তা
- হোসাইন মুহম্মদ কবির ২৬-০৪-২০২৪

তোমার বিরহে গোলাপ রাঙা ঠোঁটে আজ নিকোটিনের ধোয়া নেশার পেয়ালা নিয়েছি হাতে সুখ পেতে অট্টালিকায় রাতের গভীরে টাকার ফানুসে রঙ্গীন আলোতে খুঁজেছি জীবন নদীর স্রোতে হারিয়ে যাওয়া। অজান্তা প্রেম আমার। তোমার স্মৃতি মোছার জন্য কক্সবাজার সমুদ্রের তীরে দাঁড়িয়েছি সূর্যাস্থ দেখবো বলে, এ সূর্যাস্থ নয়, এ যে তোমার কপালের মুছে যাওয়া টিপ, এ সমুদ্র নয় , তোমার টলোমলো আঁখি। তোমাকে ভুলতে খৈয়াছড়া ঝর্ণার সম্মখে দাঁড়িয়েছি, দেখেছি পাহাড়ের বুকচিরে ঝর্ণাজল, শুনেছি ঝুম ঝুম শব্দ সুর, এ কোনও ঝর্ণার জল নয়, এ তো তোমার লালচে গাল গড়িয়ে নোনা জলধারা, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের সৌন্দর্যে, নিজ কষ্ট লুকাতে এসেছি তোমাকে ভুলবো বলে, এযে তোমার শাড়ির আঁচলে আঁকা তোমারই আল্পনা। আমি আজও অপেক্ষা করি বসন্ত হয়ে অজান্তা তুমি আসবে আমার এলোমেলো জীবন সাজাতে সত্যি তুমি আসবে তো? না কি এ সবই আমার ভুল ভাবনা। ০৪/০৩/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।