তোমার সৌন্দর্যে মোহিত হয়েছি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমার সৌন্দর্যে মোহিত হয়েছি
তোমার সৌন্দর্যে নিজের লাজ - শরম ক্ষুয়েছি,
তোমার সৌন্দর্যের বিদ্যুতে বারংবার শর্ক
হচ্ছি।

ছি! ছি! ছি!
কি হচ্ছে এসব,
যেদিকে তাকাই
কিছু দেখতে পারি না
তুমি যেন সব।

কে তুমি তিলোত্তমা
তোমায় দেখে
বুকে কেন ফুঁটছে
প্রেমের বোমা।

তুমি তো অপরের ঘরণী
আমি তো পর,
তোমাকে দেখার পর থেকে
সব কিছু হচ্ছে নড়বড়।

আমি যেন তোমার সৌন্দর্য রোগে আক্রান্ত
হয়েছি,
জানি না কোন হসপিটালে গেলে
তোমার সৌন্দর্য রোগ দেবে আমায় মুক্তি .....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।