দিশাহীন ভালবাসা
- অরুণ কারফা
অনেক কথাই হলেও বলা
অনেক কিছুই রয়েছে বাকি
এমন এক বাদল দিনে
সে সব কথা শুনবে নাকি।
কাগজ দিয়ে নৌকা বানিয়ে
ভাসাতে তুমি বৃষ্টির জলে
আনন্দে আমি হাততালি দিলে
প্রণয় হত খেলার ছলে।
সেই নৌকা কিছুটা এগিয়ে
পাল্টি হলে গোত্তা দিয়ে
দুচোখ ভরা অশ্রু তোমার
গড়িয়ে পড়ত কপোল বেয়ে।
এখন সে সব ভাবলে আমার
দৃষ্টি হয়ে যায় ঝাপসা ঝাপসা
সব হয়ে গিয়ে ওলট পালট
নৌকা যেন হারায় দিশা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।