সঞ্জীবনী সুধা
- সোহরাব হোসেন - ছড়ার জগৎ

#সঞ্জীবনী_সুধা
°°°°°°°°°°°°°°°°°°
শ্রান্ত নিথর আমি,
ওগো মোর রাধা!
মমতার আধার তুমি
সঞ্জীবনী সুধা।

ঝরাও ক্লান্তির ফুল
যাদুর ছোঁয়াতে,
সপ্তমে উপচে সুখ
কায়মনো ব্রতে।

পতেঙ্গা, চট্টগ্রাম
১০ মার্চ, ২০১৯ ইং।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০৫-২০১৯ ১০:০৭ মিঃ

এভাবেই শ্রান্তিময় সময়কে প্রিয়জন সুখের আলপনা এঁকে রাঙিয়ে দেয়। কর্মব্যস্ততার মাঝেও এর রেশ অনুপ্রেরণা যোগায়।