দুঃশাসন
- উত্তম চক্রবর্তী ১৯-০৪-২০২৪

শান্ত নীড়ে অশান্ত আজ
দুঃখ বিষাদ ঘিরে,
লোভ লালসায় মত্ত শাসক
ভ্রান্ত নীতির ভিড়ে।

বৃক্ষরাজি বনায়নে
শস্যদানা আনে,
বনভূমি উজাড় করে
সভ্যতাকে টানে!

বুদ্ধি বিবেক শক্তিমত্তায়
যা খুশি তাই করে,
দিনে দিনে ভরা গোলা
শূন্য হয়ে পড়ে।

তাং- ১৩/০৩/১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।