মিশে রবো নিঃশ্বাসে
- অনির্বাণ মিত্র চৌধুরী

তুমি আমায় নাইবা রাখলে পাশে
আমি থাকবো তোমার ছায়া হয়ে,
মৃদু বাতাস হয়ে যাবো তোমায় ছুঁয়ে,
অক্সিজেন হয়ে মিশে রবো নিঃশ্বাসে।

তুমি আমার নাইবা শুনলে কথা
কোকিল হয়ে শুনিয়ে যাবো গান,
কবিতা হয়ে জুড়িয়ে দেবো প্রাণ,
ছন্দে ছন্দে উঠবে ভরে খাতা।

তুমি আমায় নাইবা বাসলে ভালো
আমি তোমায় বুঝবো না তো ভুল,
ভালোবেসে তোমায় দেবো অনুরাগের ফুল,
তুমি যে আমার দুই নয়নের আলো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।