তোমার বলা পথে...
- ফয়েজ উল্লাহ রবি ০২-০৫-২০২৪

ধরতে গিয়ে হাতটি তোমার ধরলাম শুধু আঙ্গুল
হেঁচকা টানে ছুটে গেলো রয়ে গেলো হুল !
মুখটি তোমার দেখবো বলে সেই যে বসে আছি
এক পলকে বলে দিলে কাছে না আসি !
কেমন করে ভুলবো তোমায়; তুমিই আমার রাণী
সব কথা তো মেনেই নেবো মানবো সবই বাণী ।

০২ চৈত্র ১৪২৫, ১৬ মার্চ ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।