শুভ্র হাত
- ফয়েজ উল্লাহ রবি ২৫-০৪-২০২৪

হঠাৎ করেই চলে যাবো রেখে সবই কাজ,
সঙ্গে কি আর সঙ্গী র'বে একলা আমার নাজ !
সাথে যাবে ঐ ভালোটা মন্দ সেও যাবে,
শেষ বিচারে সুধে-আসল সকল হিসেব পাবে !
সময় এখন বড্ড পাজিল দেয় না করতে ভালো,
ডুবিয়ে রাখে সদায় সেই চারিপাশে কালো !
একটু আলোর খুঁজে আমি বাহির হতে চাই,
যদি কভু কোনো ঊষায় শুভ্র হাতটি পাই !

০২ চৈত্র ১৪২৫, ১৬ মার্চ ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।