আজ বিদ্রোহ হবে
- হাসান আল মাহদী

শুনেছি আজ বিদ্রোহ হবে!শহরের সব অলিগলিতে
বিগত সব অনিয়মের বিরুদ্ধে।
আজ বিদ্রোহ হবে স্লোগান উঠবে মিছিলে মিছিলে
"নিরাপদ সড়ক চাই" কিংবা "উই ওয়ান্ট জাস্টিস "
বলে মৃত আত্মারা জেগে উঠবে এই প্রহরে।

আজ বিদ্রোহ হবে ! সারা শহর জুড়ে!
রফিক, সালাম,বরকত এসেছে মিছিলে
বায়ান্ন'র গণ চিৎকারে সকল অন্যায় যাবে ভেসে
আজ আবার জাগরণ উঠবে গণ জাগরণ মঞ্চে।

শুনেছি আজ কারফিউ হবে ব্যস্ত শহরে!
আজ গুলি চলবে কোনো দেশ প্রেমিকের বুকে!
কিংবা লাঠির আঘাতে লুটিয়ে পড়বে কোনো
মায়ের আদুরে সন্তান।

আজ বিদ্রোহ হবে ইট পাথরের এই শহরে!!
অধিকার আদায় ছাড়া ফিরবো না ঘরে।
৭১ এর গর্জন আসুক প্রতিটি নির্যাতিত ভাই হারা, বোন হারা সহপাঠিহারা প্রতিবাদীদের মুখে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

২১-০৩-২০১৯ ০১:৫১ মিঃ

ধন্যবাদ প্রিয় কবি

২০-০৩-২০১৯ ১৭:৩৬ মিঃ

শহরের ইট, পাথরের দালানের প্রাণ আছে, কিন্তু যাদের বিরুদ্ধে বিদ্রোহ তাদের প্রাণ নেই।

২০-০৩-২০১৯ ১৭:৩৬ মিঃ

শহরের ইট, পাথরের দালানের প্রাণ আছে, কিন্তু যাদের বিরুদ্ধে বিদ্রোহ তাদের প্রাণ নেই।

২০-০৩-২০১৯ ১৭:৩৬ মিঃ

শহরের ইট, পাথরের দালানের প্রাণ আছে, কিন্তু যাদের বিরুদ্ধে বিদ্রোহ তাদের প্রাণ নেই।

২০-০৩-২০১৯ ১৭:২২ মিঃ

চমৎকৃত হলাম।
শুভকামনা।