ভাগ্য বিধাতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে ভাগ্য বিধাতা
আমার ভাগ্যে কি দিয়েছো লিখে,
আমার ভাগ্যে কি লিখেছো বলো
নাকি সব ফিকে।

হে ভাগ্য বিধাতা
পারছি না আর তোমার মহীমা বুঝতে,
শান্তি দাও শান্তি দাও
সকল কষ্ট দাও আমাকে মুছতে।

হে ভাগ্য বিধাতা
আমার সকল পাপ করে দাও মাফ,
আমি আর সইতে পারছি না
হতভাগ্যের তাপ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২১-০৩-২০১৯ ১৩:১২ মিঃ

হে ভাগ্য বিধাতা
আমার ভাগ্যে কি দিয়েছো লিখে,
আমার ভাগ্যে কি লিখেছো বলো
নাকি সব ফিকে।